কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া বৃদ্ধাশ্রমে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ)বিকেল ৪টার দিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার বৃদ্ধাশ্রমে দুস্থ প্রবীণদের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার চাপা এমপির নির্দেশনা অনুযায়ী ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষা ও মানব বিষয়ক উপ-কমিটির সদস্য নুর জাহান শারমীন।
ইফতার সামগ্রী বিতরণ কালে, উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) প্রতিষ্ঠাতা পরিচালক আফরোজা ইসলাম, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখার হোসেন মিঠু, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মাহাবুব উপস্থিত ছিলেন।