শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কুষ্টিয়ার প্রবীন সাংবাদিক হাফিজুর রহমানের দোকান ঘর ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ০৩ ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া প্রবীন সাংবাদিক দৈনিক বাংলা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হাফিজুর রহমান স্বপনের দোকান ঘর দখলে নিয়েছে তাঁর চাচাতো ভাইয়ের পরিবার। নিজের দোকান ফিরে না পেয়ে অসাহায়ত্ব অবস্থায় জীবনের ঝুঁকিতে রয়েছেন। কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার সাবেক কৃতি ফুটবলার মরহুম নাসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান। জেলা স্কুলের সামনে নিজেদের বসতবাড়ি । নিজ বাড়ির পাশে চাচা মরহুম গিয়াস উদ্দিনের সহধর্মীনি হাসিনা বেগম তাকে একটি দোকান ঘর দিয়েছিল। ঐ দোকান ঘর ভাড়া দিয়ে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। কিন্তু চাচীর দেয়া এ দোকান ঘরের প্রতি লালসায় পড়েন চাচাতো ভাই বুদবুল ও চঞ্চল। হাফিজুর রহমান জানান, জেলা স্কুলের সামনে নিজেদের বসত বাড়ির পাশেই কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশেই তাঁর চাচী হাসিনা বেগম তাকে একটি দোকান ঘর প্রদান করেন। কিন্তু চাচা মরহুম গিয়াস উদ্দিন ওচাচী হাসিনা বেগমের মৃত্যুও পর থেকে ঐ দোকান ঘরটি চাচাতো ভাই বুলবুল ও চঞ্চল দখলে নেয়। দোকানটি ফিরে পেতে আমি বহু দেন দরবার করেছি কিনা বলবল ও চঞ্চল নিজেদের দাবী করে দোকান ঘরটি নিজেদের দখলে নেয়। এতে আমি আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়েছি। হাফিজুর রহমান জানান- আমি একজন খাটি মুসলমান । আমাকে দেয়া দোকান ঘরটি আমাকেই দিতে হবে। কেননা আমার চাচীর কথার মূল্য আছে। চাচী আমাকে ভালবেসেই এই দোকান ঘরটি দিয়েছিল। এখন দোকানটির দাম অনেক বেশি হওয়ায় বুলবুল ও চঞ্চল
কুষ্টিয়ার প্রবীন সাংবাদিক আমার নিকট থেকে দোকান ঘরটি নিয়ে তাদের পছন্দমত ভাড়াটিয়া বসিয়েছে। আমি দোকান ঘরটি নিতে চাইলে তারা আমাকে হত্যার হুমকি সহ নানাভাবে হয়রানি করছে। আমি নিরুপায় তাদের ভয়ে পরিবার পরিজন নিয়ে দুঃচিন্তায় দিনপাত করছি। তিনি দোকান ঘরটি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামান করেন।

ADVERTISEMENT

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপির …

জুনায়েদ কামাল,  স্টাফ রিপোর্টার: জমিদার হাঁটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সভাপতির দোকান ভিটে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে …

এম এম জসিম উদ্দিন শরীয়তপুর প্রতিনিধি   আজ মহান ১০ শে মাঘ, ২৪ জানুয়ারি। মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ সুফি সৈয়দ …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ শীতের এ সময় চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি থাকায় পড়ে গেছে সবজির দাম। এতে ক্রেতার মধ্যে …