স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া প্রবীন সাংবাদিক দৈনিক বাংলা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হাফিজুর রহমান স্বপনের দোকান ঘর দখলে নিয়েছে তাঁর চাচাতো ভাইয়ের পরিবার। নিজের দোকান ফিরে না পেয়ে অসাহায়ত্ব অবস্থায় জীবনের ঝুঁকিতে রয়েছেন। কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার সাবেক কৃতি ফুটবলার মরহুম নাসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান। জেলা স্কুলের সামনে নিজেদের বসতবাড়ি । নিজ বাড়ির পাশে চাচা মরহুম গিয়াস উদ্দিনের সহধর্মীনি হাসিনা বেগম তাকে একটি দোকান ঘর দিয়েছিল। ঐ দোকান ঘর ভাড়া দিয়ে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। কিন্তু চাচীর দেয়া এ দোকান ঘরের প্রতি লালসায় পড়েন চাচাতো ভাই বুদবুল ও চঞ্চল। হাফিজুর রহমান জানান, জেলা স্কুলের সামনে নিজেদের বসত বাড়ির পাশেই কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশেই তাঁর চাচী হাসিনা বেগম তাকে একটি দোকান ঘর প্রদান করেন। কিন্তু চাচা মরহুম গিয়াস উদ্দিন ওচাচী হাসিনা বেগমের মৃত্যুও পর থেকে ঐ দোকান ঘরটি চাচাতো ভাই বুলবুল ও চঞ্চল দখলে নেয়। দোকানটি ফিরে পেতে আমি বহু দেন দরবার করেছি কিনা বলবল ও চঞ্চল নিজেদের দাবী করে দোকান ঘরটি নিজেদের দখলে নেয়। এতে আমি আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়েছি। হাফিজুর রহমান জানান- আমি একজন খাটি মুসলমান । আমাকে দেয়া দোকান ঘরটি আমাকেই দিতে হবে। কেননা আমার চাচীর কথার মূল্য আছে। চাচী আমাকে ভালবেসেই এই দোকান ঘরটি দিয়েছিল। এখন দোকানটির দাম অনেক বেশি হওয়ায় বুলবুল ও চঞ্চল
কুষ্টিয়ার প্রবীন সাংবাদিক আমার নিকট থেকে দোকান ঘরটি নিয়ে তাদের পছন্দমত ভাড়াটিয়া বসিয়েছে। আমি দোকান ঘরটি নিতে চাইলে তারা আমাকে হত্যার হুমকি সহ নানাভাবে হয়রানি করছে। আমি নিরুপায় তাদের ভয়ে পরিবার পরিজন নিয়ে দুঃচিন্তায় দিনপাত করছি। তিনি দোকান ঘরটি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামান করেন।