শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

কুষ্টিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও হানিফের নামে আরও এক মামলা

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ২০ ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ

 

রিপোর্টার তানভির ইসলাম

কুষ্টিয়ায় ফুটপাতে লুঙ্গি-গামছা বিক্রেতা বাবলু ফারাজি হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ১২৬ জনের নাম উল্লেখ করে আদালত মামলা হয়েছে। মামলায় ৪০-৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে নিহত বাবলুর ছেলে সুজন মাহমুদ বাদী হয়ে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতে মামলাটি করেন।

শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন আদালতের দায়িত্বরত পেশকার মতিয়ার হোসেন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী, পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্র নাথ সিংহ, এসআই সাহেব আলী, এএসআই আসাদুজ্জামান আসাদ, উজ্জ্বল হোসেন, মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ১২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫৮ বছর বয়সী বাবলু ফারাজি ফুটপাতে লুঙ্গি, গামছা ও বিছানার চাদর বিক্রি করতেন। গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে শহরের চার রাস্তার মোড়ে আন্দোলনকারী ও আসামিদের সংঘর্ষের

ADVERTISEMENT

দেলোয়ার হোসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, স্থাপনা ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী নির্মাণাধীন …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি|: কুমিল্লা জেলার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের নয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন …

সাজেদুল হক প্রান্ত রিপোর্টারঃ নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান, প্রযুক্তি এবং তারুণ্যের উৎসব ২০২৫। আজ বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) উপজেলা পরিষদ মাঠে …