
কুষ্টিয়া প্রতিনিধি: এস,এম বাদল কুষ্টিয়া
অসহায়ের পাশে থাকি রমজানের আদর্শ মেনে চলি এই স্লোগানকে সামনে রেখেই কুষ্টিয়ায় মেসার্স মা এন্টারপ্রাইজের সৌজন্যে ৪০০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ। বুধবার (৫ মার্চ) সকাল ১০ টার সময় কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে কালেক্টর চত্বরে অসহায় হত দরিদ্রদের মাঝে সুন্দর পরিবেশে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান টিসিবির পণ্য বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই পণ্যের তালিকার মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেলের দাম ২০০ টাকা, ২ কেজি মসুরের ডালের দাম ১২০ টাকা, ১ কেজি চিনির দাম ৭০ টাকা, ১ কেজি ছোলার দাম ৬০ টাকা। সর্বমোট ৪৫০ টাকার প্যাকেজ। এই মহতী কাজের উদ্যোক্তা মেসাস মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ওবায়দুর রহমান (বাদশা) মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। পুরো রমজান মাস ধরেই এই কার্যক্রম চলমান থাকবে। কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে এই পণ্য বিতরণ করা হবে। প্রতিদিন ৪০০ পরিবার এই নির্ধারিত মূল্যে পণ্যগুলো পাবে। পুরুষ মহিলার সমন্বয়ে সুন্দর মনোরম পরিবেশে এই পণ্যগুলো প্রতিদিন বন্টন করা হচ্ছে। আপনার এলাকার হতদরিদ্র গরিব অসহায় মানুষকে সহযোগিতা করুন এবং তাদের কাছে এই মেসেজ পৌঁছে দিন যার ফলে তাদের প্রাপ্য পণ্য বুঝে পান। রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলবে বলে টিসিবি জানিয়েছে। পণ্যের পরিমাণ বাড়ানোয় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। বাজারে বাড়তি চাপে যারা দিশেহারা, তাদের জন্য এই উদ্যোগ রমজানের আনন্দে কিছুটা প্রশান্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।