স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৪ উপলক্ষে আজ সকাল ৯ ঘটিকার সময় কুষ্টিয়া জর্জ কোর্ট চত্বর থেকে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা দায়রা জর্জ রুহুল আমিনের নেতৃত্বে রেলি শহরের প্রধান প্রধান রাস্তা পরিদর্শন শেষে জেলা আইনজীবী সমিতির পদ্ম ভবনের হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা দায়রা জজ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেলি ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার জেলা বিশেষ দায়রা জজ আশরাফুল ইসলাম। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক সৈয়দ হাবিবুর রহমান। কুষ্টিয়া
চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেরামত আলী। স্থানীয় সরকারের কুষ্টিয়ার উপ- পরিচালক কাওছার আহমেদ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি দে।কুষ্টিয়ার সিভিল সার্জন আকুল উদ্দিন। কুষ্টিয়া জজ কোর্টের জিপি আক্তারুজ্জামান। কুষ্টিয়া জেলার পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুনার রশিদ। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড অফিসার( সিনিয়র সহকারী জজ) মোঃ তারিক হাসান।
ADVERTISEMENT