![](https://i0.wp.com/sorejominbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
কুষ্টিয়া প্রতিনিধি:
সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদার। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল হক বাবর । বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম তানভীর খন্দকার । আর ও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সহ- সভাপতি মোঃ নূরুল হক, মোঃ মুনজুরুল ইসলাম, শেখ উজ্জল রহমান, মোঃ রিপন, আশরাফ ইকবাল পিকলু, মোঃ রফিকুল ইসলাম, টিটু মোল্লা, মোঃ আলাউদ্দিন , হাসান মাহফুজ পলাশ , সিনহা, মোঃ আবু তাহা , অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ মুকুল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানবতা জাগ্রত করায় মানবাধিকার। নারি বা পুরুষ নয় আমরা সবাই মানুষ। তিনি বলেন আসুন আজ থেকে আমরা মিথ্যা বলবো না, খারাপ কাজ করবো না। সবাই একসাথে একত্রিত হয়ে কাজ করবো তাহলেই দেশে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে জনগণের উন্নয়ন হবে।বিশেষ আলোচক তার বক্তব্যে বলেন সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। সকল শ্রেণীর ব্যক্তির মধ্যে বিবেক জাগ্রত হলেই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।সকলের সহযোগিতা পেলে মানবাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে আরো কাজ করা যাবে।