রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

কুমিল্লা হোমনায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

Logo
Desk Report 2 শুক্রবার, ২৯ ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা হোমনায় দুপুরের খাবার দিতে দেরি করায় সেনোয়ারা বেগম নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। ঘটনার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে মোফাজ্জল হোসেন (৩৭) বেনু মিয়াকে আটক করেছে।

এঘটনায় নিহতের ছেলের বউ হোসনে আরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘাতক বেনু মিয়া মানুষিক ভাবে অসুস্থ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলা শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতে সেনোয়ারা বেগম (৬৫) উপজেলার শ্রীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, কুমিল্লা হোমনা উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আবুল কাশেমের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০০৯ সালে বিয়ে করেন বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের সেনোয়ারা বেগমকে। তিনি নিঃসন্তান। আবুল কাশেমের প্রথম স্ত্রীর ঘরে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সৎ ছেলে বেনু মিয়া মাকে ভাত দিতে বলে এসময় মা একটু অপেক্ষা করতে বলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটার এক পর্যায়ে বেনু মিয়া লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে গুরুতর আহতবস্থায় পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে রাত দশটার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকায় তিনি মারা যায়। পরে স্বজনরা লাশ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে পুলিশ এসে লাশ ময়নাতদন্ত্রের জন্য থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদউল ইসলাম জানান, বৃদ্ধার নিহতের ঘটনা খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার ছেলে বেনু মিয়া কে রাতে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

ADVERTISEMENT

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত …

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে …

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …