রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

কুমিল্লা সীমান্তে নিহত কামালের মরদেহ ফেরত দিলো বিএসএফ

Logo
Desk Report 2 বুধবার, ০৯ ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ণ

মাহবুব আলম, স্টাফ রিপোর্টার, কুমিল্লা:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহতের ২৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবক কামালের (৩৩) মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ভারতের এনসি নগর কোম্পানি কমান্ডার সুনীল কুমার বিজিবি-পুলিশের কাছে এ মরদেহ হস্তান্তর করে।

নিহত যুবক কামাল হোসেন (৩৩) সোমবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে গেলে ভারতীয় বিএসএফ তাকে গুলি করে। এতে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।

নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই হিরন মিয়া মরদেহ দেখে জানান, ‘আমার ভাই ঘুমে ছিল। লাদেন কামাল বাড়ির ভিতর আইসা ২ বার ডাকি নিয়ে গেছে। ৮ টার দিকে শুনছি, আমার ভাইরে বিএসএফ গুলি করে মারছে। আমার ভাই অন্যায় করলে পুলিশে দিতো! এভাবে মারতে তো পারে না! আমরা এর সুষ্ঠু বিচার চাই।’সোমবার সন্ধ্যার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা পরে বিএসএফ ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মরদেহ নিয়ে যায়। যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে মরদেহ আনার বিষয়ে যোগাযোগ করলে তারা এখন আমাদের নিকট মরদেহ বুঝিয়ে দেয়।

নিহতের ফুফাতো বোন খোরশেদা জানান, আমার ভাইকে যারা সীমান্তে নিছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই দিলীপ কুমার মজুমদার বলেন, মরদেহ আমরা গ্রহণ করে পরিবারের নিকট হস্তান্তর করেছি। তারা বলছিল দ্রুত সময়ে মরদেহ দাফন করে ফেলবে।

ADVERTISEMENT

কুমিল্লার ১০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সিইউ মেজর আরাফাত বলেন, পুলিশ মরদেহ গ্রহণ করে। বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পরবর্তীকালে এমন ঘটনা ঘটবে না। যদি করে আমরা বিজিবিও সমুচিত জাবাব দিতে প্রস্তুত। গুলিতেই সে নিহত হন। তারা হত্যা না করে আমাদের নিকট তাকে ধরিয়ে দিতে পারতো। এ হত্যাটি কোনভাবেই কাম্য নয়।

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে …

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …

মোঃ রিপন হাওলাদার: ঢাকা: দশমিনা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার দনিয়া পলাশপুর …