ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩ হাজার ৭শ ৫০ পিছ ইয়াবা ও দুই লক্ষাধিক টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (২৭ নভেম্বর ) বিকেলে জেলার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইমরান সরকার ইভো কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মৃত রহিম সরকারের ছেলে ও খাদিজা আক্তার পার্শ্ববর্তী উপজেলা ব্রাক্ষনপাড়ার তোতা ভোর গ্রামের।
যৌথবাহিনী সুত্রে জানা যায়, কুমিল্লা কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল যাত্রীছাউনির সামনে থেকে ৩৮ বীর ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এই অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে বুধবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।