
কুমিল্লা মুরাদনগরের তিন বারের (সাবেক) চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন আর নেই
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়ন থেকে ৩ বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সুখের ছায়া নেমে আসে। সোমবার আনুমানিক ভোর ৪টায় ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী. ১ ছেলে. ৫ মেয়ে.২ ভাই.ও ২ বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়-স্বজন রেখে গেছে। মঙ্গলবার বাদ আসর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে তাহার পরিবার থেকে জানা গেছে। জানাজা শেষে তাকে মা-বাবার কবরের পাশে পারিবারিক গোরস্তানে তাকে শায়িত করা হবে। তার ভাই কোম্পানিগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান। হাজী কামাল উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়ন ও মুরাদনগর উপজেলা তথ্যা কুমিল্লা জেলায় শোকের ছায়া নেমে আসে। তার লাশ এলাকায় আনা হলে এক নজর দেখতে হাজার হাজার মানুষ তার নিজ বাড়িতে বীর করছে।বিশেষ করে পরিবহন শ্রমিক ও ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে কান্নার রোল পড়েছে। হাজী কামাল উদ্দিন চেয়ারম্যান ১৯৯১ সালে ইউনিয়ন সদস্য ও ১৯৯৮, ২০১১, ২০১৬ সালে ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।তিনি শ্রমিকদের ন্যায় অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নেন।দীর্ঘদিন তিনি শ্রমিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কুমিল্লা -৩ মুরাদনগরের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবীদ্বার উপজেলার পরিষদের চেয়ারম্যান দেবীদ্বারের আপমর জনতার প্রিয় ব্যক্তিত্ব দেবীদ্বারের খেটে খাওয়া মানুষের আশ্রয়স্থল জননেতা আবুল কালাম আজাদ।