মোঃ সাকিবুল হাসান, কুমিল্লা থেকে সংবাদদাতাঃ
দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহযোগিতা করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলছে গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘পাটাতন’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচিতে অংশগ্রহন করছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন পর্যায়ের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন বন্যার্তদের জন্য।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ‘পাটাতন গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি’ ব্যানারে চেয়ার-টেবিলসহ বুথ তৈরি করে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে অনেক শিক্ষার্থী কাজ করছেন।আজ সারাদিন চলবে এই গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি।
গণত্রাণ কর্মসূচিতে শামিল হতে কেউ কাপড় মুড়ি-চিড়া, কেউ বিস্কুটসহ শুকনো খাবার নিয়ে আসছেন। বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন।