
মোসাঃরোকেয়া আক্তার রুবি-— কুমিল্লা নগরের বাগিচাগাঁও বড় মসজিদ এলাকা থেকে গ্রেফতার পুলিশের ভূয়া ডি আইজি আলমগীরকে জেল হাজতে প্রেরণ করেছে করেছে কুমিল্লা কোতায়ালী থানা পুলিশ। জেলে থাকা ওই ভয়া ডি আইজির নাম আলমগীর হোসেন নিজেকে পুলিশের ডি আইডি পরিচয় দিয়ে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতারনা করে আসছিলেন বলে পুলিশের কাছে আভিযোগ রয়েছে তার বাবার নাম মোঃআলী আকবর বাগিচগাঁ ওস্থ বড় মসজিদ সংলগ্ন আলমগীর হোসেন রনিজ বাসা থেকে পুলিশের পোশাক ডি আইজি র্যাং ব্যাজ পড়া বিভিন্ন ছবি উদ্ধার করেন। জানা যায় গ্রেফতার হওয়া আলমগীর হোসেন ভিবিন্ন ভাবে এলাকায় প্রভাব দেখিয়ে আসছিলেন। তাচারা এলাকায় স্থায়ী ও অস্থায়ী বাসিন্দাদের হয়রানি করে আসছিলেন। তার অত্যাচারে অনেক টা হাপিয়ে উঠেছিলেন এলাকা বাসী কুমিল্লা নগরীর কান্দিরপার পুলিশ ফাঁড়ির এস আই শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। পর বাগিচাগাও এলাকার। ব্যবসায়ী আবুল করিম ভুয়া বাদী হয়ে মামলা ডায়েল করেন বাগিচাগাও এলাকার ব্যবসায়ী অহিদুর রহমান জানান ভূয়া ডি আইজির বাবা আলী আকবর একজন মামলা বাজ মানুষ তিনি আমার বিরুদ্ধে ৫৬ টি মিথ্যা মামলা দিয়েছেন আলী আকবর মসজিদের জায়গা দখল করেন বাড়ি নির্মাণ করে বসবাস করেছেন এ বিষয় নিয়ে যারাই কথা বলেছেন বা বিপক্ষে গিয়েছে তাদের একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে আলী আকবর ও তার ছেলে আলমগীর হোসেন দুজনেই এলাকা বাসীকে ভিবিন্ন ভাবে হুমকি ধমকি এবং হয়রানি কয়েকজন জানান আলমগীর নিজেকে বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় ও দিতেন