কুমিল্লা নবাগত পুলিশ সুপার মোঃসাইদুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা ( গভঃরেজিঃনং- ১৯৩৪) কুমিল্লা জেলার সদস্যরা।
বুধবার (১০ জুলাই ) বিকাল ০৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপার মোঃসাইদুল ইসলাম (বিপিএম) সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার কুমিল্লা জেলার উপদেষ্টা কাজী মাওলানা মোঃ অলি উল্লাহ ভূঁইয়া, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মোঃ ইলিয়াস হোসেন, সভাপতি মোঃ খন্দকার ওমর শরীফ, সাধারণ সম্পাদক মোঃমাহবুব আলম ,সাংগঠনিক সম্পাদক মোঃআনজার শাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন আক্তার,সদস্য মাহবুব আলম, পারুল আক্তার প্রমুখ ।
পরিশেষে নবাগত পুলিশ সুপার জানান, মানুষ পৃথিবীতে স্বাধীনভাবে মানবিক মর্যাদাসহ বেঁচে থাকার জন্যে এবং তাঁর স্বাভাবিক গুণাবলী ও বৃত্তির প্রকাশ ঘটাতে প্রয়োজনীয় অধিকারগুলোকেই বলা হয় মানবাধিকার। মানুষের এ অধিকারগুলো বিশ্বব্যাপী স্বীকৃত। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই মানবাধিকার ঘোষিত হয়। একে বলা হয়, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ”। বাংলাদেশ জাতিসংঘের সদস্য। তাই আমাদের রাষ্ট্র পরিচালনার মূল দলিল “সংবিধান” এ মানবাধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। ফলে মানবাধিকার নিশ্চিত করার জন্যে সরকার তৈরি করেছে বিভিন্ন আইন। তাই পুলিশ- মানবাধিকার সংস্থা গুলো একইসঙ্গে কাজ করা উচিৎ’।