মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাজারের ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ

Logo
Desk Report 2 রবিবার, ১৭ ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে ধারাবাহিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টা থেকে পরিচালিত অভিযানে অন্তত তিনশত দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন অভিযান নেতৃত্ব দেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, উচ্ছেদ অভিযানের দীর্ঘস্থায়ী সুফল ভোগ করতে যেসব জায়গা উদ্ধার করা হয়েছে সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য ব্যবহার করা হবে। আবার যেন কেউ অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য সড়ক বিভাগ এসব জায়গার সঠিক তত্ত্বাবধানে বাজবে কিংবা যাত্রী ছাউনি তৈরি করতে পারেন। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট কঠোর নির্দেশনা রয়েছে সরকারি জায়গায় কেউ স্থাপনা তৈরি করতে পারবেন না।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে এলাকায়ও বড় আকারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এখানেও মহাসড়কে যান চলাচল ব্যাহত করে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী সপ্তাহে দাউদকান্দি এলাকার গৌরীপুরে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে প্রশাসন।

উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, অবৈধ স্থাপনা বারবার উচ্ছেদ করলেও পরবর্তীতে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে এইসব সরকারি জায়গায় আবারো স্থাপনা তৈরি হয়ে বেঁধো খুলে চলে যায় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে সাধারণ যাত্রী ও চালকদের দাবি, মহাসড়কের জায়গা যেন কেউ দখল করে স্থাপনা তৈরি করে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে প্রশাসনকেই।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

চট্টগ্রাম ব্যুরো : চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই আজহারুল ইসালাম, এসআই লুৎফর রহমান,এএসআই সোহেল রানা, এএসআই রাজু …

চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।বৈষম্য বিরোধী সাংবাদিক …

রিপোর্টার মোঃ সজীব বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার আহবায়ক হাজী মোহাম্মদ জিএম সুমন এর সাথে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   ডিপিডিসি এনওসিএস নারায়নগঞ্জ পূর্ব ও পশ্চিম দপ্তরে গত রাতে ডাকাতি ঘটনা ঘটে। এই বিষয়ে সোমবার সকালে …