শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

কুমিল্লা চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-১

Logo
Desk Report 2 রবিবার, ০১ ২০২৪, ৫:১১ অপরাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

শনিবার (৩১ নভেম্বর) সন্ধ্যায় জেলার চৌদ্বগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার নজরুল ইসলাম এসব তথ্য জানান।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লা বিশ্বরোডে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে উঠে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা গ্রামের অরুন চক্রবর্তীর ছেলে ভনু চক্রবর্তী, তরুণ চক্রবর্তী, সম্পন্ন চক্রবর্তী ও জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের এবাদুল হকের ছেলে জাহিদুল হকসহ কয়েকজন যাত্রী। পথিমধ‍্যে দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ও গাড়িটি উদ্ধার শেষে থানাতে নিয়ে আসা হয়েছে। এখন নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে তিনি জানান।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মাসুম বিল্লাহঃ ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটি বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় একটি বিশেষ সভার আয়োজন করে। …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। …

মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি) অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ …