মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

কুমিল্লা চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Logo
Desk Report 2 রবিবার, ১৭ ২০২৪, ৩:২৮ অপরাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফোচকা খেয়ে বাড়ি ফেরার পথে মোহাম্মদ রাফি নামের এক মোটরসাইকেল আরোহী দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টায় উপজেলা ঘোলপাশা ইউনিয়ন আমানগন্ডা নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রাফি (১৭) গোলপাশা ইউনিয়ন আমন গন্ডা গ্রামের মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে এবং স্থানীয় আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্র।

স্থানীয় সূত্র ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ জানান, শুক্রবার রাত আনুমানিক দশটায় রাফিসহ তিন বন্ধু মারুফ ও বাপ্পি চৌদ্দগ্রাম বাজার থেকে ফুচকা খেয়ে মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদেরকে বহন করা মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোহাম্মদ রাফি। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় রাফিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রবিউল হাসান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত রাফিকে হাসপাতলে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত রাফির লাশ উদ্ধার করে আইনগত প্রকিয়া শেষে নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

ADVERTISEMENT

সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর কবিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এ সময় বারবার সতর্ক করার …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টারঃ ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাঝের দুই ম্যাচ উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও …

চট্টগ্রাম ব্যুরো : চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই আজহারুল ইসালাম, এসআই লুৎফর রহমান,এএসআই সোহেল রানা, এএসআই রাজু …