মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

কুমিল্লা চকবাজার( বি এস টি আই) কর্তৃক নূরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

Logo
Desk Report 2 মঙ্গলবার, ১৯ ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা নগরীর চকবাজার ক্রেতাদের মাঝে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রিতে পরিমাপে কারচুপির দায়ে নূরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন,কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয় ।

বিএসটিআইয়ের গোপন সূত্রে জানতে পারে কুমিল্লার চকবাজারে পেট্রোল পাম্পে জ্বালানি তেল পরিমাপে ব্যাপক কারচুপি হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি কম প্রদান করছে। পরে বিএসটিআই এর মোবাইল কোর্টে ৫০,০০০ টাকা জরিমান করে। ওজন ও পরিমাপে কারচুপি করার অপরাধে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন, চকবাজার, কুমিল্লাকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এ বলে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান অংশ নেন শ্রী রতন কুমার দত্ত, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট , জেলা প্রশাসন , কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে বিএসটিআই, কুমিল্লা অফিসের জনাব মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), জনাব ইকবাল আহমদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।

ADVERTISEMENT

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টারঃ ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাঝের দুই ম্যাচ উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও …

চট্টগ্রাম ব্যুরো : চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই আজহারুল ইসালাম, এসআই লুৎফর রহমান,এএসআই সোহেল রানা, এএসআই রাজু …

চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।বৈষম্য বিরোধী সাংবাদিক …