
কুমিল্লা উত্তর জেলা উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আখতারুজ্জামান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির মহিলা সভানেত্রী মোসাম্মৎ সুফিয়া বেগম, বিএনপির সাধারণ সম্পাদক মোসাম্মদ শিরিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নেতা আতিকুর আলম শাওন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহিন,দেবীদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক কাজী মাসুদ হাসান,দেবীদ্বার উপজেলা কৃষক দলের সদস্য সচিব শফিউল্লাহ আখন্দ মানিক, দেবীদ্বার পৌর বিএনপির সভাপতি মো মহিউদ্দিন ভিপি মাহফুজ সরকার,দেবীদ্বার উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান,সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো মনির হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান তানিম,শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন সহ আরো অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ এফ এম তারেখ মুন্সী এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও রোষানলের শিকার সম্পূর্ণ নির্দোষ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি ও উন্নত চিকিৎসা করার জন্য বিদেশে পাঠানোর আগ পর্যন্ত কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা রাজপথের আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া হতে দেয়া হবে না। জনগণ বর্তমান নিষ্ঠুর সরকারের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেতে এখন আরও বেশী ঐক্যবদ্ধ। জনগণের মিলিত শক্তির কাছে সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব সকল পর্যায়ের নেতাকর্মীকে জেল-জুলুম উপেক্ষা করে দৃঢ় মনোবল নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার উদার্থ আহ্বান জানান।