মোঃ মাহবুব আলম, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ
লাকসাম পৌর অডিটরিয়াম হলরুমে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লাকসামের দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে (লাকসাম-মনোহরগঞ্জ) সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম মতবিনিময় সভা শান্তিপূর্ণভাবে সফল ও সার্থক হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা ৯ আসন, লাকসাম মনোহরগঞ্জ'র জনপ্রিয় সাবেক সংসদ সদস্য কর্নেল(অব:)এম,আনোয়ারুল আজিম।
লাকসামের বিএনপির জনপ্রিয় নেতা গোলাম ফারুক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার দুই বারের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোহরগঞ্জ উপজেলার সাবেক ৩বারের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাকসুর সাবেক সভাপতি রশিদ আহমেদ হোসাইনী, বিএনপি নেতা ইউসুফ ভূইয়া, মামটেক্স গ্রুপের চেয়ারম্যান মোবারক উল্লাহ, নবাব পরিবারের সদস্য আয়াজ আলী চৌধুরী, সফিকুর রহমান, ব্যবসায়ী মনিরুজ্জামান ভুট্টু, ইসমাইল হোসেন, মনিরুজ্জমান মনির, মো. জসিম উদ্দিন, মঞ্জুরুল আলম বাচ্চু, শাহরিয়ার কবির রাতুল, মো. তন্ময় ইসলাম, রাফসানুল ইসলাম, রাসেল মজুমদারসহ বিএনপির আরো অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাণপুরুষ ও সকলের মধ্যমণি সফল জনপ্রিয় সাবেক এম পি কর্নেল (অব:)এম, আনোয়ারুল আজিম ।বিগত চব্বিশ বছরেরও বেশি সময় ধরে লাকসাম-মনোহরগঞ্জ বি-এন-পি'র রাজনীতির সাথে সম্পৃক্ত,২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বি-এন-পি থেকে মনোনয়ন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে এম-পি নির্বাচিত হন।তখন লাকসাম-মনোহরগঞ্জ'র ব্যাপক উন্নয়নে জন মনে আস্হা অর্জন করেন,২০০৮ সালেও জাতীয় সংসদ নির্বাচনে বি-এন-পি থেকে মনোনয়ন নিয়ে ভোট যুদ্ধে জয়ী হওয়ার পথে নিজ দলের নেতাদের বিশ্বাসঘাতকতার কারনে মাত্র ৩৫৮ ভোটের ব্যবধানে পরাজিত হন।তবুও নেই কোন দাম্ভিকতা,নেই কোন নূন্যতম অহংকার-অহমিকা,পরিস্কার মন মানসিকতা নিয়ে নেতা কর্মীদের বুকে আগলে রেখেছেন ।আগামীতেও সুখে-দুঃখে পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।সুন্দর,সুশৃঙ্খল আধুনিক লাকসাম-মনোহরগঞ্জ গড়ার প্রত্যয়ে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন এটাই এলাকাবাসীর প্রত্যাশা ।