ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদকঃ
৩০/১০/২০২৪ বুধবার রাত ৩:০০ থেকে সকাল ৪:০০ পর্যন্ত কুমিল্লা মাধক বিরোধী বিএনসির এ অভিযান চালায়।
লাকসাম থানাধীন খুন্তা গ্রামস্থ আসামী মিজানুর রহমান ও চুনাতি গ্রামস্থ জামাল হোসেন এর নিজ দখলীয় বাসস্থান থেকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ- পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর নেতৃত্বে লাকসাম উপজেলা ক্যাম্পে ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের নিজ দখলীয় বাসস্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসাসীদের গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায় এবং ওই অবস্থায় তাদেরকে আটক করা হয়।
এ অভিযানে কুমিল্লা ডিএনসি এবং লাকসাম ক্যাম্পের সেনা সদস্যগণ এই অভিযানে অংশগ্রহণ করেন।
আসামি মো: মিজানুর রহমান (৪৮), পিতা: মৃত বাবুল মিয়া, গ্রাম : খুন্তা,
আসামি মো: জামাল হোসেন(৪৫),৷ পিতা: মৃত সামসুল হক, গ্রাম : চুনাতি , থানা: লাকসাম, জেলা: কুমিল্লা।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এবং তমাল মজুমদার প্রসিকিউশন দায়ের করেন। লাকসাম উপজেলার এসিল্যান্ড \মহোদয় প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড ও ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধ।