কুমিল্লার দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
আজ ১৫সেপ্টেম্বর রোজ শুক্রবার কুমিল্লা দেবীদ্বার উপজেলার পৌর ভবনের দক্ষিণ পাশে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বসুন্ধরা হসপিটালের স্বত্বাধিকারী জনবান্ধব নেতা গোলাম মোস্তফার সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির জাতীয় পার্টি দেবীদ্বার উপজেলার সভাপতি দেবীদ্বার সাড়ে চার লক্ষ মাটি ও মানুষের নেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের জননন্দিত এডভোকেট ইউসুফ আজগরের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জনাব সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রাজা খোকন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মিজানুর রহমান (মিরু),জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন খান , জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম আহবায়ক কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি জনাব মোঃ আলমগীর হোসেন,কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জনাব মফিজ উদ্দিন মাস্টার,দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট গিয়াস উদ্দিন, মুরাদনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,দেবীদ্বার পৌর জাতীয় পার্টির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো শাহ আলম সরকার,দেবীদ্বার উপজেলা যুব সংহতি সভাপতি রবিউল হাসান রনি,সাধারণ সম্পাদক জয়নাল হোসাইন পিন্টু, উপজেলা ছাত্র সমাজের আবুল কালাম আজাদ প্রমুখ।
এডভোকেট ইউসুফ আজগর বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেবীদ্বারে যেই জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে আসবে তার পক্ষে ভাই একসাথে দলমত নির্বিশেষে কাজ করব।আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখিয়ে দেবো দেবীদ্বারের মাটি জি এম কাদেরের ঘাঁটি দেবীদ্বারের মাটি নাঙ্গলের ঘাটি। আমরা আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সরকার গঠন করবো ইনশাল্লাহ।
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক এমপি আমির হোসেন ভূইয়া বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব দলই বিদেশে গিয়ে বিদেশি রাষ্ট্র প্রতির কাছে হাত জোড় করেন ক্ষমতায় আরেকবার থাকার জন্য কিন্তু জাতীয় পার্টি বিদেশের কারো কাছে মাথা নত না করে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যাচ্ছে। তিনি আরো বলেন বিএমপির তারেক রহমান দিয়ে বাংলাদেশের সরকার কোনদিনও নিরাপদ থাকবে না। জাতীয় পার্টির নেতাকর্মীরা সব সময় কাছে যাওয়ায় বিশ্বাসী।
এ সময় কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতারা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত থেকে সম্মেলন সফল ও সার্থক করেন।