কুমিল্লার দেবীদ্বারে যুবলীগ নেতা আজাদ শেখ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শাহ সাহিদ উদ্দিন,কুমিল্লা রিপোর্টার
শুক্রবার বিকেলে ঢাকা চান্দিনা মহাসড়কে কুমিল্লা যুবলীগ নেতা মামুনুর রশীদের নেত্রীত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে হাজারো যুবলীগ কর্মির অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
নড়াইল, ২১ জুলাই, ২০২৩ যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে ফেরার পর জেলার কালিয়া উপজেলায় আজাদ শেখ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।
গতরাতে উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মোহসিন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ পেড়লী উত্তর পাড়ার সালাম শেখের ছেলে ও পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখের বড় ভাই।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজাদ পেড়লী গ্রামের মহসিন চৌরাস্তা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে বসে থাকা প্রতিপক্ষ লোকজন তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজাদ হত্যাকান্ডে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
কুমিল্লা দেবীদ্বারে চান্দিনা ঢাকা মহাসড়কে যুবলীগের মামুনুর রশীদের নেত্রীত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিকেল ৪ ঘটিকায় এবং শেষ হয় ৬.৩০ ঘটিকায়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মো: মাহফুজার রহমান রুবেল, খাইরুল ইসলাম খায়ের , মো: শাহজালাল হাজারী, মো: সাখাওয়াত হোসেন, মো: ছালাউদ্দিন সরকার, মো: মোবারক, নাজমুল কবির, মো: হান্নান প্রমুখ।