

কুমিল্লার দেবীদ্বারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
আজ থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। দেবীদ্বার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। উপজেলা মৎস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দেবীদ্বার উপজেলা হলরুমে সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি এবং দেশের সব জেলা উপজেলায় স্থানীয়ভাবে কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের ২য় দিন কর্যক্রম শুরু হয়। ২৪ জুলাই সোমবার থেকে ৩০ জুলাই রবিবার পর্যন্ত চলবে কর্যক্রম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিগার সুলতানা, উপস্থিত ছিলেন সুব্রত গোস্বামী ( সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা), অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বারের মাননীয় সংসদ সদস্য কুমিল্লা (দেবীদ্বার ০৪) রাজী মোহাম্মদ ফখরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত দেবীদ্বার পৌরসভার মেয়র সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম শামীম। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, গবাদি পশু খামারি, মৎস্য চাষি, মৎস্য জীবি, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, সূধীজন প্রমুখ।
সুব্রত গোস্বামী ( সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন ), নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। দেশের অর্থনীতিতে অবদান রাখছে আমাদের দেশের মৎস্য চাষিরা। মাছে প্রজনন কে নষ্ট না করে তা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে চাষের উপযোগী করে তুলা। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশের সকল জেলা-উপজেলায় সপ্তাহব্যাপী মতবিনিময় সভা ও সেমিনার আয়োজন, র্যালি, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে , মৎস্যচাষিদের জন্য বিশেষ পরামর্শ সেবা প্রদান ও প্রশিক্ষণ আয়োজন, দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে মাছ চাষে সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কৃত করাসহ নানা কর্মসূচি পালন করা হবে। মৎস্য সপ্তাহ শেষ হবে আগামী ৩০ জুলাই।