
কুমিল্লার দেবীদ্বারে চুরির ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক ভেড়েই চলছে
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা দেবীদ্বার পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি,বাড়ি ঘরে ও দোকানপাটে চুরির ঘটনা বেড়েই চলেছে। গত রাতে নিউ মার্কেটে ভাই ভাই ফলের আড়ৎ এ দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। একদিন আগে কালাচাঁন্দ সুপার মার্কেট এর ব্যবসায়ি মোঃ কুদ্দুস সরকারের বাড়া বাসায় তালা ভেঙ্গে নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে যায়,এরই মধ্যে দেবীদ্বার কাচাবাজারের মসলা দোকানে ও বেশ কয়েকবার বাজারে কয়েকটি দোকানে চুরি হয়,কিছুদিন আগে দেবীদ্বার উত্তর পাড়া মোল্লা বাড়ি থেকে ৪ দিনের মধ্যে দুটি মটরসাইকেল চুরি হয়।বারেরা পশ্চিম পাড়া মসজিদে,ও বাহিরে থাকা টিউবয়েল চুরি হয়,গত ৫/৯/২৩ ইং রাতে কলেজের উত্তর গেইট থেকে একটি আওয়ামীলীগ এর নেতার মটরসাইকেল চুরি হয়। কিছুদিন আগে মমতাজ ভেরাইটিজ স্টোরের তালা ভেঙ্গে প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।এর মধ্যেই ঔষদ কোম্পানীর রিপ্রেজেন্টিভ এর মোটর সাইকেল দিনেদুপুরে তালা থাকা অবস্থায় তালা ভেঙ্গে নিয়ে যায় নিউমার্কেট এলাকা থেকে,তারও কিছুদিন আগে সরকার খাদ্য ভান্ডারের ক্যাশ থেকে ৮০ হাজার টাকা চুরি হয়। মাসখানেক আগে জেলা পরিষদের মার্কেটের নিচ থেকে একটি মটরসাইকেল চুরি হয়,আর বাসা বাড়িতে মোবাইল চুরি মুল্যবান মালামাল প্রতিনিয়তই হচ্ছে।
আর এই চুরির ঘটনা প্রায়সময়ই হয়ে থাকে বলে জানান ভুক্তভূগীরা। ছাত্রলীগ,আওয়ামীলীগ নেতা,ঔষধ কোম্পানীর কর্মকচারি,ব্যবসয়ি সহ অনেকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এছাড়া সম্প্রতি সময়ে সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটেছে।
দেবীদ্বারে প্রতিনিয়ত একের পর এক এই চুরির ঘটনা নিয়ে ইতিপূর্বে থানায় অভিযোগ করাসহ অনেক পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু চুরির সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত ও চোরাইকৃত কোন মালামাল উদ্ধার হয়নি এখনো গত কয়েক মাস আগে দেবীদ্বার মোহনা আবাসিক এলাকায় বাসার এক ঘন্টা বাহিরে থাকার ব্যাবধানে বাসার তালা বেঙ্গে ৮ ভুড়ি স্বর্ণ ও নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায় এবং সিসি ক্যামেরার ফুটেজসহ থানাকে অবগত করা হয় কিন্তু এখন পর্যন্ত চোরের বা চুরি হওয়া মালের কোন সন্ধান মেলেনি।একসময় দেবীদ্বার বাজারসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশের নিজস্ব সিসি ক্যামেরা থাকলেও সেগুলো অনেক বছর থেকে অকার্যকর অবস্থায় পরে রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে পৌর শহরের আশপাশ এলাকায় মটর সাইকেল চুরি সহ দোকানে,বাসা বাড়িতে চুরির ঘটনা বেড়েই চলছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনকে পৌর শহরের গুরুতপূর্ণ জনবহুল এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ চুরি বন্ধে নানান কার্যক্রম হাতে নেওয়ার আহবান জানান। এসব চুরির পিছনে বাইরের এলাকার পেশাদার অপরাধীসহ স্থানীয় চক্র জড়িত থাকতে পারে বলে অনেকে মনে করেন।
দেবীদ্বার আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে না থাকার কারনে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেও চুরির ঘটনা কোন ক্রমেই কমছে না চুরাইকারবারি আরো বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে উপজেলার বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটেছে।
ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে চুরি,তালা ভেঙ্গে মটর সাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রসাশনের বিশেষ নজর জোর দাবী করছে।