কুমিল্লার দেবীদ্বারে এমপি আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
কুমিল্লার দেবীদ্বারে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনা দেয়া হয়।
গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলের সভাপতিত্বে ও গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেলের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাদেশে যেভাবে উন্নয়ন করছেন তেমনি দেবীদ্বারেও উন্নয়ন হবে। দেবিদ্বারে আর কাউকে লুটপাট করতে দেয়া হবে না। দেবীদ্বার হবে শান্তির দেবীদ্বার। তিনি আরো বলেন, দেবীদ্বারে ইতোমধ্যে সিএনজি অটোরিক্সা থেকে জিবি নামক চাঁদাবাজি এবং গোমতী নদীর মাটি কাটা বন্ধ করা হয়েছে। দেবীদ্বারের সবাইকে নিয়ে পর্যায়ক্রমে সকল অপকর্ম বন্ধ করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেবীদ্বার হবে উন্নয়নের আরেক রোল মডেল।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ি মো.আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনি ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আব্দুল্লাহ আল কাইয়ুম, প্রভাষক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, গাজী আসিফ বিন লতিফ,আল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযুদ্ধা আলমঙ্গীর হোসেন, আবুল হাসেম ডিলার, ডা আবু তাহের প্রমুখ।
এর আগে সকালে আবুল কালাম আজাদ উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা বারুজীবী কল্যাণ সমিতির আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ADVERTISEMENT