ইলিয়াছ হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক তামাল মজুমদার এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজা ও ২২ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়।
০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন চান্দিনা পৌর এলাকাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে চান্দিনা উপজেলা রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর শাসনগাছা টু হোমনাগামী একতা বাস তল্লাশী করে ১০ কেজি গাঁজাসহ মোসা: ফারজানা আক্তার(৩০) নামীয় একজন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার কোতয়ালী থানার কাটাবিল গ্রামের মৃত আলী মিয়ার মেয়ে।
অপর এক অভিযানে কুমিল্লা টু ঢাকাগামী এশিয়া ট্রান্সপোর্ট নামীয় বাস তল্লাশি করে ২২ বোতল ফেনসিডিলসহ মোসা: আসমা আক্তার (৪০) একজনকে আটক করা হয়।
আটককৃত আসামি বাগেরহাট জেলার কচুয়া থানার চরলক্ষীপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের মেয়ে।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার ও সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে চান্দিনা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।