সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক-২

Logo
Desk Report 2 বৃহস্পতিবার, ২৮ ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সদর আমতলি এলাকায় র‍্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি ট্রাক আটক করে র‍্যাব সদস্যরা ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামীরা হলো মোঃ ওয়াসিম (৩০) বি.বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার লালপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর ছেলে এবং মোঃ সবুজ (৩৮) নওগাঁ জেলার সদর থানার দশপাইকা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম এর ছেলে।

র‌্যাব- ১১ এর একটি দল অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ
ওয়াসিম ও মোঃ সবুজ নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে র‍্যাব সদস্যরা।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান,
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামিগণ দীর্ঘদিন ধরে জব্দকৃত ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

সিরাজুল ইসলাম। আজ ব্রাক্ষণবাড়িয়ায় যুব ফোরাম সংগঠনের আয়োজনে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পৌর মুক্ত মঞ্চে। সভাপতিত্ব …

সিরাজুল ইসলামঃ আজ ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে যুব ফোরামের উদ্যোগে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিবিধিঃ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে। বিনা টিকিটে ট্রেনে …

রিপন চৌধুরী, মাল্টিমিডিয়া প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খিলক্ষেত থানাধীন খিলক্ষেত পুলিশ বক্সের সামনে আজ রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে দুটি ট্রাকের মধ্যে বেপরোয়া …