মোঃ মাহবুব আলম, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার গোমতি নদীর বাঁধ ভেঙ্গে বুড়িচং উপজেলার চার শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হন এবং তারা আটকে পড়েন।
তাদেরকে উদ্ধার করার জন্য কুমিল্লা জেলা পুলিশ কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পারলাম সেনাবাহিনী ছয়টি ভোট নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন ধীরে ধীরে গোমতির পানি বেড়ি চলছে এতে করে এলাকাবাসী মাইকিং করে সবাইকে দূরে চলে যাওয়ার জন্য আহ্বান করেন।
অনেকে আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নেন।
এ সময় আমরা জানতে পারি বুড়িচং উপজেলার কিছু স্কুল আশ্রয়ে গুলোতে খাবার পাচ্ছেন না যারা ওইখানে আটকা পড়ে আছেন। তারা কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্য চাচ্ছেন ও খাবার চাচ্ছেন তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক সংগঠন এগিয়ে আসছে।
তাদেরকে এলাকাবাসী আরো আহ্বান করেন দ্রুত কার্যক্রম চালানোর জন্য।
বন্যা পরিস্থিতিতে বেশ হুমকির মুখে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা। রাতের মধ্যেই পানি ঢুকতে পারার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।