বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

Logo
Desk Report 2 বৃহস্পতিবার, ২৬ ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ

ইলিয়াছ হোসাইন,

নিজস্ব প্রতিবেদক:

বিসিএস সাধারণ শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা “মানি না, মানব না” এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার এসোসিয়েশন, কুমিলা জেলা ইউনিট, বিসিএস ( কৃষি) এসোসিয়েশন ও বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন, বিসিএস প্রকোশল ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারের বিপুল সংখ্যক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের সদস্য প্রফেসর নুরুর রহমান খান, মৎস্য বিভাগের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুনির আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ, কুমিল্লা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুল করিম খন্দকার, গাইনী বিভাগের কনসালটেন্ট ডা, তাসলিমা বেগম প্রমূখ।

বক্তাগণ বলেন, জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বৈষম্যহীন জনপ্রশাসন চাই, শিক্ষা ও স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করতে হবে। উপ-সচিব পদের পদোন্নতি সকল ক্যাডারের মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে। বিদ্যমান আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠাই আমাদের মূল দাবী

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …

মোঃ আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার: সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঁঞারহাট বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক এবং কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমান …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে …