

খাদেমুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষের যাতায়াতের সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা গুপ্তছড়া। বর্তমানে এই রুটে যাত্রীদের থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হয়। গত ৩০ আগষ্ট চট্টগ্রাম জেলা পরিষদ ২০২৩-২৪ অর্থ বছরের ইজারা দেওয়ার জন্য দরপত্র আহবান করেছে। সন্দ্বীপের ৫ লাখ মানুষের কথা চিন্তা কুমিরা গুপ্তছড়া নৌ রুটের ইজারা কাজ সম্পন্ন করে এ নৌ রুটে যাত্রী ভাড়া পূননির্ধারন করে এবং যাত্রী হয়রানী রোধ করার লক্ষ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী বরাবর ডিও লেটার প্রদান করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিও লেটার দেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা।
ডিও লেটারে উল্লেখ করা হয়, স্পীডবোটে জনপ্রতি ভাড়া ২০০-২৫০ টাকা,ইন্জিনচালিত বোটের ভাড়া ১০০-১৫০ টাকা, একাধিক ইজারাদারকে ইজারা দেওয়া, যাত্রীর সাথে থাকা ২০ কেজি পর্যন্ত মালামাল বিনামূল্যে পরিবহন করা, প্রবাসী যাত্রী ও রোগীদের জন্য বিশেষ সার্ভিস দেওয়ার ব্যবস্থা করা, জেলা পরিষদের নিজস্ব কাউন্টার স্থাপন করা সহ যাত্রী সেবার মান বৃদ্ধি করার বিষয় উল্ল্যেখ করেন সাংসদ মিতা।
জেলা পরিষদের প্রধান নির্বাহী বরাবর ডিও লেটারে তিনি আরো জানান, অতীতে এ নৌ ঘাটে যাত্রী হয়রানী বন্ধে এবং সেবা বৃদ্ধির জন্য দু’বার চিঠি দিলেও কোন সুরাহা হয়নি। তাই ২০২৩-২৪ অর্থ বছরের কুমিরা গুপ্তছড়া ফেরি ঘাটের ইজারাদারকে উপরোল্লেখিত শর্তাবলি আবশ্যিকভাবে পালনের জন্য নির্দেশ দিতে জেলা পরিষদ প্রধান নির্বাহীর কাছে লিখিতভাবে জানান।