কুষ্টিয়ার-কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস ছেলে মো:রবিউল আলম সে দীর্ঘদিন যাবত ঢাকাতে এয়ারপোর্টে চাকুরী করেন।রবিউল আলম জর্ম্ম গ্রহণ করেন কুমারখালী উপজেলার সোপুকুরিয়া গ্রামের।রবিউলের বিরুদ্ধে ঢাকাতে মামলা হয়েছিল সেই মামলাতে দীর্ঘদিন রবিউল কারাবন্দি ছিলেন।মেয়ের লেখা পড়া করাতে ও ফ্যামিলি চালাতে হিমশিম খেলে।এলাকার বিভিন্ন মানুষের থেকে জমি বিক্রয় করার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
রবিউলের মেয়ে মোছা: আনিকা ব্যারিস্টার ও
তার পরিবার পূর্বের থেকে প্রভাবশালী হওয়ার কারণে ও তার হওয়ার কারণে।সাধারণ জনগণের সাথে এসব ধরনের প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবত।
তার মেজ ভাই লিয়াকত বিশ্বাস একই কাজ করেছে বলে জানা যায় । প্রায় এক বছর সেই ঝামেলেটা সামাধন করেদেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন।রবিউলের আপন ছোট ভাই টিপু কুমারখালী উপজেলার রেজিস্ট্রি অফিসের মউরী রাজু কে বলেন আমার ভায়ের জমী ২০ লক্ষ টাকাতে অনেক আগেই বিক্রয় করেছে।
রবিউলের বাড়ীর মহলদার কালাম জমি বিক্রয়ের বিষয় টি শুরু থেকে শেষ পর্যন্ত জানেন।এলাকার সচেতন মহলের দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে রবিউল আলমের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য।
২য় পর্ব আগামী তে