শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কুমারখালী উপজপলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আয়ুব আলী বিশ্বাসের পরিবারের প্রতারণা

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ০১ ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ

কুষ্টিয়ার-কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস ছেলে মো:রবিউল আলম সে দীর্ঘদিন যাবত ঢাকাতে এয়ারপোর্টে চাকুরী করেন।রবিউল আলম জর্ম্ম গ্রহণ করেন কুমারখালী উপজেলার সোপুকুরিয়া গ্রামের।রবিউলের বিরুদ্ধে ঢাকাতে মামলা হয়েছিল সেই মামলাতে দীর্ঘদিন রবিউল কারাবন্দি ছিলেন।মেয়ের লেখা পড়া করাতে ও ফ্যামিলি চালাতে হিমশিম খেলে।এলাকার বিভিন্ন মানুষের থেকে জমি বিক্রয় করার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
রবিউলের মেয়ে মোছা: আনিকা ব্যারিস্টার ও
তার পরিবার পূর্বের থেকে প্রভাবশালী হওয়ার কারণে ও তার হওয়ার কারণে।সাধারণ জনগণের সাথে এসব ধরনের প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবত।
তার মেজ ভাই লিয়াকত বিশ্বাস একই কাজ করেছে বলে জানা যায় । প্রায় এক বছর সেই ঝামেলেটা সামাধন করেদেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন।রবিউলের আপন ছোট ভাই টিপু কুমারখালী উপজেলার রেজিস্ট্রি অফিসের মউরী রাজু কে বলেন আমার ভায়ের জমী ২০ লক্ষ টাকাতে অনেক আগেই বিক্রয় করেছে।
রবিউলের বাড়ীর মহলদার কালাম জমি বিক্রয়ের বিষয় টি শুরু থেকে শেষ পর্যন্ত জানেন।এলাকার সচেতন মহলের দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে রবিউল আলমের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য।
২য় পর্ব আগামী তে

ADVERTISEMENT

মোঃ ইসারুল,  জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্তবর্তী জনগণ ও কৃষকদের সঙ্গে মতবিনিময় …

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপির …

জুনায়েদ কামাল,  স্টাফ রিপোর্টার: জমিদার হাঁটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সভাপতির দোকান ভিটে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে …

এম এম জসিম উদ্দিন শরীয়তপুর প্রতিনিধি   আজ মহান ১০ শে মাঘ, ২৪ জানুয়ারি। মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ সুফি সৈয়দ …