সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কুমারখালীতে সৎ বড় ভাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে  জমি দখলের অপচেষ্টার অভিযোগ

Logo
ডেস্ক রিপোর্ট সোমবার, ১২ ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামে জোরপূর্বক অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সৎ বড় ভাইয়ের বিরুদ্ধে।
ভূক্তভোগী মোঃ রাশেদুল ইসলাম,সাংবাদিকদের কাছে জানান,আমার পিতা মৃত আলী আহাম্মদ, তার বড় স্ত্রী মারা যাওয়ার পরে আমার মা রাজিয়া খাতুনকে বিবাহ করে। এই সংসারে আমরা ৫ ভাই-বোন। আমি আমার  ফ্যামিলী নিয়ে বাড়ি থেকে চলেআসি।কিন্তু আমার ছেলে-মেয়ের লেখাপড়ার বিগ্ন ঘটছে।
আমার বৃদ্ধা মা  রাজিয়া খাতুন নিরাপত্তাহীন ভাবে বাড়িতে একা আছে যেকোন মুহূর্তে বড় ধরনের  ক্ষতি হতে পারে বলে জানান।
আমার পিতা মারা যাওয়ার পূর্বে মায়ের নামে পুটিয়া মৌজায় যার দাগ নং ১৬৫,খতিয়ান -৩৯৮ প্রায় ৩৭ শতাংশ জমি দলিল করে দেন। সেই জমি আমরা ৫ ভাই-বোন বসত বাড়ি তৈরি করে বসবাস করছি।
হঠাৎ গত ৯ আগষ্ট আনুমানিক বেলা ২.৩০ দিকে  আমার সৎ বড় ভাই দেলোয়ারের নেতৃত্বে  ,পিতা- আলী আহাম্মদ শেখ তার  দুই ছেলে মোঃ সবুজ ও রিংকু সাথে নিয়ে এসে জমির অংশ দাবী করে।
ভূক্তভোগী রাশেদুল বলেন,জমি আমার মায়ের নামে আমরা ৫ ভাইবোন এই জমির দাবীদার,তুমি কিভাবে জমির অংশ দাবী করো, কথা কাটাকাটির এক পর্যায়ে শারীরিক নির্যাতন করে ভাই ও ভাতিজারা এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে।
রাশেদুল জানান,আমার জিবনের নিরাপত্তার জন্য দ্রুত কুমারখালী থানায় আসি,কিন্তু থানা পুলিশ কর্মবিরতিতে থাকায় আমি আইনি সহায়তা না পেয়ে আপনাদের কাছে এসেছি আমাকে আপনারা রক্ষা করেন যে কোন সময় আমার প্রান সংশয়ের মতো ঘটনা ঘটতে পারে।
রাশেদুলের সৎ বড় ভাই দেলোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …