
কুষ্টিয়া প্রতিনিধি ।।
পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী উচ্চ শিক্ষা বৃত্তি প্রদানের উদ্বোধন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সাড়ে ৩ টায় কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের দরবেশ পুর জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে শাম ফাউন্ডেশন।
শাম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাম ফাউন্ডেশনের কর্ণধার প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু, পাথর বাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোলেমান বিশ্বাস, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান মধু,শাম ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম খালেকুজ্জামান,শাম ফাউন্ডেশনের উপদেষ্টা নাট্যকার লিটন আব্বাস, ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক রাশেল মোশাররফ চৌধুরী,সোনদ