
কুমারখালী প্রতিনিধি:
কুষ্টিয়ার-কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দড়ি কোমরপুর গ্রামে পুর্বের শত্রুতার জের ধরে বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২৮/৮/২০২৪ ইং সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকার সময়।দড়ি কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নন্দলালপুর ইউনিয়নের দড়ি কোমরপুর গ্রামের মৃত আছামুদ্দিন শেখের ছেলে মো: ওয়াদুদ শেখ (৫৫) গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
আহত হলেন আহম্মদ আলীর ছেলে মোঃ বাবুল হোসেন (৫২) মো:তরুন শেখ (৪৫) মো: মকুল শেখ ও মোছা:আলেয়া খাতুন (৩৫) স্বামী কামরুল শেখ।সর্র সাং দড়ি কোমরপুর থানা কুমারখালী-কুষ্টিয়া- গত ১৮ আগষ্ট বুধবার সকালে পরিকল্পিতভাবে বিবাদী ১) মো:ওয়াদুদ শেখ (৫৫) সহো ২০/২৫ জনের হাতে হাসুয়া,বেকী,চাইনিজ কুড়াল,হাতুড়ি,লোহার রড ও বাশেঁর লাঠি ইত্যাদি। বাবুল হোসেনের পুরাতন বাড়িতে অবৈধ ভাবে প্রবেশ করিয়া বাবুল কে হত্যার উদ্দেশ্য উপযুক্ত অঘাত করলে মাটিতে পড়ে গেলে।বাবুল হোসেনের বাড়ী ঘড় ভাংচুর করে।এব্যপারে মালার বাদী , বাবুল হোসেন বলেন,আমাদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। সেই জের ধরে এই বিতর্ক হামলা ও ভাংচুর,লুটপাট করে ওয়াদুদ গংরা,বাবুলের চাচাত ভাই মো:নুরুল ইসলামের বসত বাড়ি-ঘর ভাংচুর, ও ১ লক্ষ টাকা লুটপাট করে নিয়েযায়। আমরা প্রাণভয়ে অন্যত্র পালিয়ে আছি। আমি এর সঠিক বিচার চাই।
স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে ভর্তি করেন।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তরত ডাক্তার।আমরা তাদেরকে সেবা দিচ্ছি।কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. আকিবুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্তের ভিত্তিতে অপরাধী দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।