কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামে পারিবারিক শত্রুতার জেরে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরে ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ১৭ আগষ্ট সকাল আনুমানিক ১০.৪৫ ঘটিকার সময় থেকে ২২ আগষ্ট পর্যন্ত মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের ফয়জদ্দিন শেখের পুত্র মহম্মদ আলী (৫৪) এর সাথে মৃত ঈমান আলীর পু্ত্র আব্দুল মান্নান ও মোঃ মুন্তাজ গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গত ১৭ আগষ্ট শনিবার সকালে বিবাদী ১) আব্দুল মান্নান (৫০) ২) মোঃ মুন্তাজ (৬৫),উভয় পিতা-মৃত ইমান আলী,৩) মোঃ এরশাদ (৩৮),পিতা-মোঃ মুন্তাজ,৪) মোঃ অনিক(২৪) পিতা- আব্দুল মান্নান, ৫) মোঃ হাকিম(৪৬), পিতা-মৃত হাসেন আলী,৬) মোঃ নূর আলী (৫৮),পিতা-মৃত চাঁদ আলী,৭) কামরুল (৩৩),পিতা- মোঃ নূর আলী,মালিয়াট,কুমারখালী, কুষ্টিয়াসহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় লুটপাট চালানো হয়।
এব্যপারে,বাদী মহম্মদ আলী বলেন,আমাদের পারিবারিক বিরোধের জের ধরে বর্তমান অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পরেই গত ১৭ আগষ্ট থেকে আজ ২২ আগষ্ট পর্যন্ত এই ভাংচুর ও লুটপাট চালিয়ে আমার বসত বাড়ি-ঘর ভাংচুর,লুটপাট করে সবনিয়ে গেছে আব্দুল মান্নান গংরা। এমনকি ফসলি জমিও অবৈধভাবে দখল করে নিয়েছে। আমরা প্রাণভয়ে অন্যত্র পালিয়ে আছি। আমি এর সঠিক বিচার চাই।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. আকিবুল ইসলাম বলেন দুই পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। যদি না আসে তাহলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।