সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কুমারখালীতে পারিবারিক শত্রুতার জেরে বাড়ি ভাংচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে

Logo
ডেস্ক রিপোর্ট শনিবার, ২৪ ২০২৪, ২:৫০ অপরাহ্ণ

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামে পারিবারিক শত্রুতার জেরে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরে ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত ১৭ আগষ্ট সকাল আনুমানিক ১০.৪৫ ঘটিকার সময় থেকে ২২ আগষ্ট পর্যন্ত মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের ফয়জদ্দিন শেখের পুত্র মহম্মদ আলী (৫৪) এর সাথে মৃত ঈমান আলীর পু্ত্র আব্দুল মান্নান ও মোঃ মুন্তাজ গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

এর জের ধরে গত ১৭ আগষ্ট শনিবার সকালে বিবাদী ১) আব্দুল মান্নান (৫০) ২) মোঃ মুন্তাজ (৬৫),উভয় পিতা-মৃত ইমান আলী,৩) মোঃ এরশাদ (৩৮),পিতা-মোঃ মুন্তাজ,৪) মোঃ অনিক(২৪) পিতা- আব্দুল মান্নান, ৫) মোঃ হাকিম(৪৬), পিতা-মৃত হাসেন আলী,৬) মোঃ নূর আলী (৫৮),পিতা-মৃত চাঁদ আলী,৭) কামরুল (৩৩),পিতা- মোঃ নূর আলী,মালিয়াট,কুমারখালী, কুষ্টিয়াসহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় লুটপাট চালানো হয়।

এব্যপারে,বাদী মহম্মদ আলী বলেন,আমাদের পারিবারিক বিরোধের জের ধরে বর্তমান অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পরেই গত ১৭ আগষ্ট থেকে আজ ২২ আগষ্ট পর্যন্ত এই ভাংচুর ও লুটপাট চালিয়ে আমার বসত বাড়ি-ঘর ভাংচুর,লুটপাট করে সবনিয়ে গেছে আব্দুল মান্নান গংরা। এমনকি ফসলি জমিও অবৈধভাবে দখল করে নিয়েছে। আমরা প্রাণভয়ে অন্যত্র পালিয়ে আছি। আমি এর সঠিক বিচার চাই।

 

ADVERTISEMENT

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. আকিবুল ইসলাম বলেন দুই পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। যদি না আসে তাহলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …