কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি # কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কল্যানপুর গ্রামের কামারপাড়ায় এলাকাবাসীর বাঁধা উপেক্ষা ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কৃষি জমিতে পুরোদমে চলছে একটি ইট ভাটা তৈরির কাজ।
স্থানীয় জমির মালিকদের অভিযোগের পরেও একই এলাকার মৃত মোবারক প্রামানিকের পুত্র এনায়েত শেখ (৭০) ও লিয়াকত মাঝির পুত্র রেজাউল সর্দার (৪০) নামক দুই ব্যক্তি প্রভাব খাটিয়ে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে ইটভাটার।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জমির মালিকেরা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিলাইদহ ইউনিয়ন পরিষদ বরাবর লিখিত অভিযোগ দিয়েও পাননি কোন সুফল ।
এলাকাবাসীর বাঁধা, লাইসেন্স বিহীন ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর কামারপাড়া এলাকার কৃষি জমিতে তৈরি করা হচ্ছে এক ইটভাটা। স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের অভিযোগের পরেও প্রভাব খাটিয়ে কাজ চালাচ্ছেন ইটভাটার মালিক। এমন অবস্থায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন জমির মালিকেরা।
এলাকায় কৃষি জমিতে ইট ভাটা থাকলে ইট ভাটার ধোঁয়ায় আশেপাশের জমির ফসল, ফলাদিসহ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এমন অবস্থায় ইটভাটা বন্ধের দাবী স্থানীয়দের।
ইতোমধ্যে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিলাইদহ ইউপি থেকে গ্রাম পুলিশ গিয়ে অবৈধ ওই ইটভাটা বন্ধের কথা জানালেও কর্নপাত করছেনা ভাটা তৈরী মালিকেরা।
কৃষি জমিতে ইট ভাটা বন্ধে প্রশাসনের জরুরী হন্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।