
মানবতার ফেরিওয়ালা তাড়াইল করিমগঞ্জের রূপকার ৬বারের এমপি ৩বারের মন্ত্রী এবং জাতীয় পার্টির মহাসচিব বিরূদীয় দলের চীপহুইপ আলহাজ্ব মোঃ মুজিবুল হক চুন্নু সাহেবের উদ্যোগে তাড়াইল করিমগঞ্জে মানুষের ভালবায় শিক্ত হয়ে নীপিরীত ভাল বাসার প্রতিফলন স্বরুপ মাহে রমজান উপলক্ষে উনার নিজবাড়ি তাড়াইল কাজলা গ্ৰামে উনার বাড়ির সামনে কাজলা উচ্চ বিদ্যালয় মাঠে এক বড় ইফতার মাহফিলের আয়োজন করেন।উক্ত আয়োজনে মানবতার ফিরিওয়ালা আলহাজ মোঃ মুজিবুল হক চুন্নু সাহেব নিজে উপস্থিত থেকে উক্ত ইফতার মাহফিল পরিচালনা করেন।উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ যুব ও ক্রীড়া কেন্দ্রীয় উপকমিটির সদস্য জনাব আমিরুল ইসলাম খান বাবলু
উপস্থিত ছিলেন তাড়াইল থানার দুই দুই বারের সফল উপজেলা চেয়ারম্যান নিরীহ মানুষের আস্থার জায়গা সকল মানুষের আইকন বিপদ আপদের সঙ্গী মোঃ জহিরুল ইসলাম শাহীন।আরো উপস্থিত ছিলেন তাড়াইল করিমগঞ্জ থানার প্রশাসন ওতাড়াইল করিমগঞ্জে সবস্তরের দল মত নির্বিশেষে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাড়াইল করিমগঞ্জের সবস্তরের জনগণ এবং উপস্থিত ছিলেন তাড়াইল ধলা চৌধুরী বাড়ির কৃতি সন্তান মোঃ আবু হেনা চৌধুরী উক্ত ইফতার মাহফিল ও আয়োজন কে উপস্থিত সকল লোক জন সাধুবাদ জানান।এবং প্রতি বছর মাহে রমজানে এরকম আয়োজন করার জন্য অনুরোধ জানান এবং আশা ব্যক্ত করেন