কালিয়াকৈর প্রতিনিধি: মোঃ তানভীর সিদ্দিকী
কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল্লীবিদ্যুৎ ভাঙ্গা মসজিদ এলাকায় রোববার সকালে বায়োজিদ হোসেনের টিনসেট বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪টি কক্ষ পুড়ে গেছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, ওই দিন সকালে বায়োজিদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া উজ্জ্বল হোসেনের কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যে বাড়ির অন্যান্য কক্ষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইস্তেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।