নিজস্ব প্রতিবেদক- সন্দ্বীপের ঐতিহ্যবাহী স্কুল কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৬‘ ব্যাচের পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানঅনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরীতে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় আগ্রাবাদ কপার চিমনি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজনের পর এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে ৮৬‘ ব্যাচের প্রাক্তন ছাত্র গাছুয়া একে একাডেমীর প্রধান শিক্ষক আমিনুর রসুল খান জহিরের সভাপতিত্বে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।স্কুলের প্রাক্তন সহকারিশিক্ষক আবুল হোসেন, সহকারি শিক্ষক শংকর কুমার আচার্য্য, স্কুলের প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের নব নির্বাচিত সভাপতি প্রফেসরডাক্তার মো. মনিরুল আলম, সাধারন সম্পাদক সুজাউদ্দৌলা সুজন এবং রাঙ্গামাটি কলেজের প্রভাষক আবদুর রহিম।
অনুষ্ঠানে উপস্থিত ৩ জন শিক্ষক সহ আরো ২ জন শিক্ষকমন্ডলী কে সম্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয় এবং ৮৬ ব্যাচের প্রাক্তনছাত্র প্রভাষক আবদুর রহিম কে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অতিত জীবনের স্মৃতিকথা তুলে ধরেন এ সময় প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী স্মৃতিকাতর হয়ে পড়েন।
অনুষ্ঠানে ২৫ জন প্রাক্তন শিক্ষার্থী সহ প্রায় ৪৫ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন ৮৬ ব্যাচের ছাত্র ব্যাংকারআনোয়ার হোসেন জামসেদ এবং এডভোকেট আকবর মাহমুদ।
অনুষ্ঠানের সভাপতি আমিনুর রসুল খান বলেন, প্রতিবছর এমন পুনর্মিলনী হলে আমাদের সুখ দু:খের কথা শেয়ার করার সুযোগ হয়।সকল প্রাক্তন ছাত্র ছাত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠান শেষ করেন।