মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
২০১২ সালে কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে স্কিলস ট্রেনিং ফর অ্যাডভান্সিং রিসোর্সেস প্রোগ্রাম (স্টার) চালু হয়। ইউনিসেফ, আইএলও এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহায়তায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার তরুণ-তরুণীকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) রামগড় উপজেলা প্রশাসকের কার্যালয়ে স্টার কার্যক্রমের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সনদ বিতরণ করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মমতা আফরিন।
অনুষ্ঠানে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার ফারুক হোসেন বলেন, “২৮ জন ওস্তাদ এবং ৬০ জন সাগরেদ নিয়ে এই প্রোগ্রাম শেষ হয়েছে। কারিগরি শিক্ষার বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন, “স্কুলের বাইরে থাকা কিশোর ও তরুণদের অন-দ্য-জব ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে তুলতে এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে। নারী অংশগ্রহণকারীদের কর্মসংস্থানে এই প্রোগ্রাম বিশেষভাবে সফল।”
ব্র্যাকের কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা যায়, স্টার কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণ ছেলেদের তুলনায় বেশি ইতিবাচক ফলাফল বয়ে এনেছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সঞ্চয়ের হার ছেলেদের তুলনায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। অবিবাহিত মেয়েদের কর্মসংস্থান ৪৩ শতাংশ বেড়েছে, বাল্যবিয়ের হার ৬২ শতাংশ হ্রাস পেয়েছে এবং মাতৃত্ব বিলম্বিত হওয়ার প্রবণতা দেখা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ব্র্যাক দাবী প্রোগ্রামের রামগড় শাখা ব্যবস্থাপক আলা উদ্দিন বলেন, “যুবসমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা আমাদের দায়িত্ব। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টায় দেশের তরুণদের জনশক্তিকে জনসম্পদে পরিণত করা সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এমসিপি, গ্রাজুয়েট শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।