
মোঃ রিপন হাওলাদার
রাজধানীর ইব্রাহিমপুর মনিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রকে কামরুজ্জামান নামে একজন কোচিং শিক্ষক মারধর করেছেন বলে অভিযোগ করেছেন তার বড় ভাই মারুফ।
নির্যাতনের শিকার ঐ শিক্ষার্থী তার বড় ভাইকে বিষয়টি জানালে বড় ভাই রায়হান কবির (মারুফ) এ বিষয়ে সোমবার শিক্ষকের কাছে জানতে চাইলে তার সাথেও অভিযুক্ত শিক্ষক খারাপ আচরণ করছেন বলে জানান মারুফ।
শিক্ষক কামরুজ্জামানের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে আজ তাকেও মারধর করে শিক্ষক ও তার কিছু উশৃংখল ছাত্ররা ।তাদের বেপরোয়া এলোপাথাড়ি আঘাতে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অভিযোগে বলা হয়েছে তার বুকের মধ্যে আঘাত করেন তারা ।এ বিষয়ে কাফরুল থানায় একটি সাধারন জিডি করেছেন ভুক্তভোগী যাহার জিডি নাম্বার ২১৯৯ ।
নির্যাতনের শিকার রায়হান কবির (মারুফ) বলেন, আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী। আমার ছোট ভাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর একজন মেধাবী ছাত্র।গত রবিবার সন্ধ্যায় কামরুজ্জামান নামে এক কৌচিং শিক্ষক তাকে মারধর করেন বলে জানায়।আমি মূল বিষয়টি জানার জন্য গেলে আমাকেও শিক্ষক কামরুজ্জামানের নির্দেশে রামিমসহ অজ্ঞাতনামা আরো ২০ জনের মত শিক্ষার্থী আমাকে মারধর করে ।আর বলে গণমাধ্যমকর্মী গোনার সময় নাই ।
হুমকি দিয়ে বলে আমার সাথে কিছু রাজনৈতিক নেতা আছে।আপনারা আমার বা—ল ফালাতে পারবেন না । এদিকে রাশেদুজ্জামান নীরব নামে অন্য একজন গণমাধ্যম কর্মী তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাকেও লাঙ্চিত করে তারা । এ বিষয়ে আমি সংশ্লিষ্ট থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছি ।
আমার বুকে খুব ব্যাথা শুরু হয়েছে ।আমার যদি কিছু হয় তার জন্য দায়ি কামরুজ্জামান নামে এই শিক্ষক আর বিশেষ করে রামিম নামে তার ছাত্র। এবিষয়ে সত্যতা নিশ্চিত হতে বিভিন্ন ভাবে শিক্ষক কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।