রিপোর্ট : শাহাদাত হোসেন তালুকদার (সাকু)
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জনপ্রিয় ক্রীড়া সংগঠন "কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোটিং ক্লাবের উদ্যোগে পবিত্র রমাদানের শিক্ষা নিয়ে আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদরাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্লাবের উপদেস্টা মো. নূরআলম ভূঁইয়া আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মো. খোরশেদ আলম টাইগার, মো. শাহীন আহামেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, এসএম মিজান, শাহজালাল খন্দকার, অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ রাফী ও ক্লাবের সভাপতি শান্ত প্রধান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. ফারুক হোসেন আখন্দ, জাহিদুল ইসলাম বাবু, জামাল হোসেন, সোহেল আহাম্মদ, মাহবুবুর রহমান, সজীব তালুকদার, মাছুম প্রধান, শরীফ ভূঁইয়া, রাশেদুল ইসলাম, রাজু প্রধান, মোয়াজ্জেম প্রধান, ইয়াছিন প্রধান, ওমর ফারুক প্রধান ও কাজী সাব্বির
স্পোটিং ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো,
মোঃ শাহপরান, ইমরান ভূঁইয়া, সাব্বির আখন্দ, আনিছ প্রধান, রাজিব তালুকদার, তানবীর আহাম্মেদ, ফাহিদ আহাম্মেদ, ফয়েজ প্রধান, নাঈম হাসান ও হৃদয় মিয়া প্রমূখ। আলোচনা শেষে দোয়া মুনাজাত করেন কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মজিবুর রহমান শিকদার।