শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

কাটাখালী গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার 

Logo
ডেস্ক রিপোর্ট সোমবার, ০৬ ২০২৩, ২:০২ অপরাহ্ণ
মোংলা (বাগেরহাট)প্রতিনিধিঃ মারুফ বাবু
বাগেরহাট মোংলা উপজেলায় ৫ নং সুন্দরবন ইউনিয়নে খড়মা কাটাখালী গ্রামে একটি  মুরগির ঘরের পাশ থেকে ৭ ফুট লম্বা ০৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৬ নভেম্বর) সকাল ০৭ টায় মোংলা উপজেলার ৫নং সুন্দরবন ইউনিয়নে কাটাখালী  গ্রামের আলম হাওলাদারের বসত বাড়ির মুরগির ঘরের পাশ থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।বাড়ির মালিক জানায়,সাপটি আমার বাড়ির মুরগির ঘরের পাশে সাপটি দেখতে পাই পরে ইয়াছিন জোমাদ্দারের মাধ্যমে বাঘবন্ধু সদস্য মোঃ মারুফ বাবুকে খবর জানাই তাৎখনিক কাটাখালী টহল ফাড়ীর ওসি আফজাল হোসেনকে মোবাইল ফোনে সুন্দরবনের বাঘবন্ধু সেচ্ছাসেবক বিষয়টি জানালে তিনি তার  স্টাফ ও সিপিজি সদস্য পিন্টু জমাদ্দারকে নিয়ে ওই গ্রামে আজকে ভোর উপস্থিত হন এবং সাপটি উদ্ধার করেন এবং কোন ক্ষয়ক্ষতি ছারাই সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।পরে কাটাখালী টহল ফাড়ীতে সাপটি অবমুক্ত করেন।এ বিষয়ে কাটখালী টহল ফাড়ীর ওসি বলেন,খবর পেয়ে আমাদের স্টাফ ও সিপিজি সদস্যদের পাঠিয়ে অজগর সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই,সকাল ৮ টায় পৌঁছাই আমরা বাড়ির মালিকের সহযোগিতায় ও এলাকার সহযোগিতায় সাপটিকে উদ্ধার করি,সুন্দরবন রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব,বর্তমানে গোনে পানির চাপ সুন্দরবন থেকে সাপ বেশে আসতে পারে ও খাবারের সন্ধানেও আসতে পারে কিন্তুু আপনারা কোন ক্ষতি করবেন না,দেখা মাত্র আমাদের বলবেন আমরা ফরেষ্ট বিভাগ ও আমাদের সেচ্ছাসেবক যারা আছে তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করবো।
উদ্ধার করা অজগর সাপটি চাঁদপাই রেন্জ কর্মকর্তা নির্দেশক্রমে কাটাখালী টহল ফাড়ীর বনের ভিতরে অবমুক্ত করা হয় এসময় উপস্থিত ছিলেন কাটাখালী টহল ফাড়ীর অসি আফজাল হোসেন সহ স্টাফ বৃন্দ,সিপিজি,বাঘবন্ধু সহ এলাকার আরও অনেকে।
ADVERTISEMENT

মোজাহের ইসলাম নাঈম ব্যুরো চীফ নোয়াখালী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাতায়াতের একমাত্র সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত দুই বছর ধরে এ …

সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার সংযুক্ত আরব আমিরাতে সোয়া তিন কোটি টাকার লটারি জিতেছেন রুবেল হোসেন চাঁনহাজী (৩৭) নামের এক বাংলাদেশি। তার বাড়ি …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তলন র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: আগামীর দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা বাস্তবায়নে সাধারন জনগনের মাঝে লিফলেট …