মাসুম বিল্লাহ, নিউজ ডেস্কঃ
টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারের আইসিটি বিভাগের ‘ভিশন-২০২১ টাওয়ার’ (সাবেক জনতা টাওয়ার) থেকে বের হওয়ার সময় স্থানীয় লোকজন তাকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান জানান, স্থানীয় লোকজন মুন্নী সাহাকে ঘিরে ফেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত তাকে থানায় নিয়ে আসে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, মুন্নী সাহার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার নিহতের ঘটনায় যাত্রাবাড়ী ও মিরপুর থানায় মামলা হয়। মিরপুর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে ডিবি হেফাজতে পাঠানো হয়।
জানা গেছে, তেজগাঁও থানা থেকে মুন্নী সাহাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে গত ৬ অক্টোবর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহার সবধরনের ব্যাংক হিসাবের তথ্য চায়। চিঠিতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।
উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার নিহতের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, রাজনৈতিক নেতা, এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের পাশাপাশি সাত জন সাংবাদিককেও আসামি করা হয়েছে, তাদের মধ্যে একজন মুন্নী সাহা।
প্রসঙ্গত, মুন্নী সাহা একজন পরিচিত টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক। দীর্ঘদিন বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন এবং পরে ‘এক টাকার খবর’ নামে একটি অনলাইন প্লাটফর্মে যুক্ত হন।