সজল আহাম্মদ খান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিলঘর গ্রামের ভাদুখাল ব্রীজের পূর্বে দিকে পাকা রাস্তার উপর থেকে বুধবার ও বৃহস্পতিবার সকালে ও বিকালে গাঁজা পাচার কালে ২০ কেজি গাঁজাসহ এক নারী ও তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক কৃতরা হলেন মোঃ হৃদয় মিয়া, পিতা-মৃত মোখলেছুর রহমান, সাং-কুইয়া পানিয়া, মোঃ মাইনউদ্দিন (অটোচালক), পিতা-মোঃ অবিদ মিয়া, বর্তমান সাং-জেঠুয়ামুড়া, স্থায়ী সাং-নোয়াপাড়া।
অরুনা আক্তার, স্বামী-ইসমাইল হোসেন, পিতা-মৃত আবু তাহের, সাং-আকবপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া আটককৃতদের হেফাজত হইতে ২০ কেজি গাঁজা সহ একটি ব্যাটারী চালিত অটো জব্দ করা হয়।
অপর এক অভিযানে কসবা থানা এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল বিকালে কসবা থানার বিনাউটি ইউপিস্থ পঞ্চগ্রাম ঈদগাহের সামনে অনন্তপুর হতে ধর্মপুর পাকা রাস্তার উপর হাবিবুর রহমান প্রকাশ হাবিব , পিতা-আবু তাহের, সাং-পীর মহেশপুর(মধ্য পাড়া), থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লার কাছ হইতে ১০ কেজি গাঁজা ও বহনকারী একটি সি এন জি সহ আটক করা হয়।
একই দিনে বায়েক ইউনিয়নের বায়েক আবু তাহের কলেজে এর সামনে কাচা রাস্তার উপর থেকে ১৩ কেজি গাঁজা ও একটি নীল-হলুদ রংয়ের মাহেন্দ্র পিকআপ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
একদিনে পৃথক তিনটি অভিযানে মোট ৪৩ কেজি গাজাঁসহ ৪জনকে আটক করেছে কসবা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
কসব থানা অফিসার ইনচাজ মো: মহিউদ্দিন পিপিএম বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।