কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
কসবায় চাঞ্চল্যকর তৃতীয় লিঙ্গের (হিজড়া) সোহেল রানা হত্যা মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেপ্তার করেছে কসবা থানাপুলিশ। গত সোমবার (৩ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিব কসবা উপজেলার গোপিনাথপুর কলেজপাড়ার নাছির মিয়ার ছেলে। এদিকে রাকিব গ্রেপ্তারের পর তৃতীয় লিঙ্গের শতাধিক সদস্য থানায় জড়ো হয়ে রাকিবের ফাঁসি দাবি করেন। পুলিশ গত মঙ্গলবার রাকিবকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করেছে।