সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ২৬ ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :শামীম আহমেদ
 কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার গতকাল সোমবার (২৫ নভেম্বর) ভারতের ২০৫০ পিলার এলাকায় আজ সোমবার বিকাল ৪টারদিকে ভারতীয় বিএসএফের গুলিতে রুকন উদ্দিন (৩৬) ও জাকির হোসেন (৩৩)নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানাগেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ সীমান্ত দিয়ে আজ সোমবার বেলা ৪টার দিকে ১২/১৪ জনের একটি চোরাকারবারী দল অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে প্রতিহত করে গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলি বিদ্ধ হলেও রুকন উদ্দিন (৩৬) ও জাকির হোসেন(৩৩) নামের দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎক।
আহত রুকন উদ্দিন নেত্রকোনার বাহার হাট্রা গ্রামের আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মো. আজিজুল ইসলাম বলেন, দুইজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরী বিভাগে এসেছে। তাদের মুখে, হাতে ও শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ. এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারীরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সীমান্তে গুলি চালানোর প্রতিবাদে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।
ADVERTISEMENT

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সামনে রাস্তার সংলগ্ন সরকারি জায়গা থেকে ঐ …

সিরাজুল ইসলাম। আজ ব্রাক্ষণবাড়িয়ায় যুব ফোরাম সংগঠনের আয়োজনে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পৌর মুক্ত মঞ্চে। সভাপতিত্ব …

সিরাজুল ইসলামঃ আজ ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে যুব ফোরামের উদ্যোগে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিবিধিঃ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে। বিনা টিকিটে ট্রেনে …