
সজল আহাম্মদ খান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
প্রায় সাড়ে ৪শ ফিট উঁচু বিদ্যুতের ৪ লক্ষ বোল্ট সঞ্চালন জাতীয় টাওয়ারের মনিকৌটায় সাড়ে ৩ ঘন্টা অবস্থানের পর নাছির (২৫) নামক এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় প্রশাসন ও কসবা ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাটি ঘটে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বাড়িখলা গ্রামে । নাছির নোয়াখালী জেলার সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের সিরাজ বাবুর্চির ছেলে । সরজমিনে গিয়ে দেখা যায়, গত (৩০ মে) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কুমিল্লা পর্যন্ত ৪ লক্ষ বোল্ড সঞ্চালন বৈদ্যুতিক সার্ভিস লাইনের কসবা উপজেলার বায়েক ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বাড়িখলা গ্রামে অবস্থিত একটি টাওয়ারের মনিকোটায় নাছির নামক ওই যুবক উঠে বসে আছে। আশপাশের লোকজন দেখে প্রথমে বহু চেষ্টা করে তাকে নামাতে ব্যর্থ হয়ে পরে কসবা উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খানকে বিষয়টি অবহিত করেন। খরব পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কসবা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিমকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালায় পরে নাছির টাওয়ারের উপর থেকে সবাইকে আযান দিতে বললে উপস্থিত শত শত মানুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিতে শুরু করেন । পরে বিকাল সাড়ে ৫টায় দিকে সে নিজেই নিচে নেমে আসে। এ বিষয়ে নাছির জানান, সে নিজের ইচ্ছায় নয় জ্বিনের ইচ্ছায় এমনটা করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান বলেন, নাছিরকে পুলিশ হেফাজতে চিকিৎসা জন্য পাঠানো হয়েছে। চিকিৎসার পর তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।