কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল এ,এস,পি সার্কেল দেলোয়ার হোসেন ও কসবা থানার ওসি রাজু আহমেদ এর নির্দেশে এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কায়েমপুর ইউনিয়নের কামালপুর সিঙ্গাপুর মার্কেটের পিছন থেকে ১০৫ কেজি গাজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি আসামীরা পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া আসামিরা হলেন: ১/মোহাম্মদ জসিম উদ্দিন ( ৪১) পিতা মৃত শিরোমিয়া সাং কালতা দিঘীরপাড় ২/মোঃ সোহাগ মিয়া প্রকাশ ডাকাত সোহাগ ( ৩৮) পিতা মৃত সুলতান সরকার সাং কামালপুর মধ্যপাড়া সিঙ্গাপুর মার্কেটের পাশে।
ঘটনাস্থল হইতে পাঁচটি পাটের বস্তার ভিতর টেপ দ্বারা পড়ানো ১০৫ টি পোটলায় সর্বমোট ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে। এ ঘটনায় এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে কসবা থানায় মামলা করেছে। মামলা নং ১৫ তারিখ ৭-৩-২০২৪ ইং।